শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

News Headline :
পার্বত্যবাসীর কল্যাণে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে- পার্বত্য প্রতিমন্ত্রী মানিকছড়ি পাহাড়ে মানুষের পানি সংকট  সীমান্ত সড়ক পশ্চাদপদ পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত খাগড়াছড়িতে ২দিনব্যাপী প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত খাগড়াছড়িতে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত রক্তদাতারা মানবিক গুণের অধিকারী’-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না- পার্বত্য প্রতিমন্ত্রী অরাজকতা, নাশকতা স্বাধীন সার্বভৌম দেশে কাম্য হতে পারে না- পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সৌহার্দ্র ও সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছেন- পার্বত্য প্রতিমন্ত্রী

রামগড় স্থলবন্দর বাংলাদেশ-ভারত দুই দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ

দৈনিক পার্বত্য কণ্ঠস্বর
  • আপডেট টাইম : শুক্রবার ২২ মার্চ, ২০২৪
  • ১১২ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিবেদক।
বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন রামগড় স্থলবন্দর চালু হলে বাংলাদেশ ও ভারত দুই দেশের আর্থসামাজিক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাপানসহ অনেক উন্নত দেশ এখানে শিল্প স্থাপনে বিনিয়োগ করবে। ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। শুক্রবার ২২শে মার্চ বিকেল চারটায় বিজিবি মহাপরিচালক রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের(রামগড় স্থলবন্দর) ইমিগ্রেশন চেকপোস্ট ( I C P)পরিদর্শন কালে এসব কথা বলেন। ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক বাংলাদেশ ভারত মৈত্রী সেতু পরিদর্শন করেন। পরে তিনি ১৭৯৫ সালে রামগড় লোকাল ব্যাটালিয়ন থেকে আজকের বিজেবির জন্মস্থান রামগড় বিজিবির মনুমেন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এর জন্য বিজিবি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্ত এলাকায় বসবাসকারীদের উদ্দেশ্যে তিনি বলেন বিজিবি সব সময় যেকোনো সমস্যায় জনগণের পাশে থাকবে । পরে তিনি স্থানীয় অসহায় ২৫০টি পাহাড়ি, বাঙালি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় বিজিবি দক্ষিণপূর্ব রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃসাজেদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার হোসেন, গুইমারা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, খাগড়াছড়ি ডিজিএফ আই ডেট কমান্ডার কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ আরিফ, রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.


এ জাতীয় আরো খবর..