শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:৫১ অপরাহ্ন

News Headline :
পার্বত্যবাসীর কল্যাণে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে- পার্বত্য প্রতিমন্ত্রী মানিকছড়ি পাহাড়ে মানুষের পানি সংকট  সীমান্ত সড়ক পশ্চাদপদ পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত খাগড়াছড়িতে ২দিনব্যাপী প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত খাগড়াছড়িতে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত রক্তদাতারা মানবিক গুণের অধিকারী’-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না- পার্বত্য প্রতিমন্ত্রী অরাজকতা, নাশকতা স্বাধীন সার্বভৌম দেশে কাম্য হতে পারে না- পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সৌহার্দ্র ও সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছেন- পার্বত্য প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে আওয়ামীলীগ-বিএনপি‘র পাল্টাপাল্টি সংঘর্ষ, সাংবাদিকসহ আহত দেড়শতাধিক

দৈনিক পার্বত্য কণ্ঠস্বর
  • আপডেট টাইম : মঙ্গলবার ১৮ জুলাই, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিবেদক। খাগড়াছড়িতে আওয়ামীলীগ-বিএনপি‘র পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘন্টা কাছাকাছি এ সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের প্রায় ১৫০জনের অধিক নেতাকর্মী আহত হন। মঙ্গলবার(১৮জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের শাপলা চত্বর ও আশপাশ এলাকায় এই ঘটনার সূত্রপাত ঘটে। প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে সংঘর্ষ চলে।পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলো যাওয়ার পরে পুলিশ টিয়ারশেল ছুঁড়ার পরে আরও উত্তপ্ত হয়। আওয়ামীলীগ উন্নয়ন শোভাযাত্রা এবং বিএনপি তাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পদযাত্রা বের করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, মো: আলমাছ, ক্যজরী মারমাসহ শতাধিকক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে এবং জেলা বিএনপি‘র সমবায় সম্পাদক মো: হোসেন বাবুসহ প্রায় ১০০জন আহত হয়েছেন বলে পাল্টাপাল্টি অভিযোগ করেন আহত কয়েকজনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জানান, উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে বিএনপির ক্যাডাররা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় খাগড়াছড়ি পৌরসভাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে বিএনপি‘র লোকজন।এ সময় দায়িত্ব পালনরত অবস্থায় সদর থানার ওসি আরিফু রহমান,২জন এসআই অন্যান্য পুলিশসহ সাংবাদিকরাও আহত হন। জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক এমএন আবছার জানান, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পদযাত্রায় যেতে চাইলে আওয়ামীলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালাতে ১০০জনের অধিক নেতাকর্মী আহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.


এ জাতীয় আরো খবর..