শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:১৪ অপরাহ্ন

News Headline :
পার্বত্যবাসীর কল্যাণে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে- পার্বত্য প্রতিমন্ত্রী মানিকছড়ি পাহাড়ে মানুষের পানি সংকট  সীমান্ত সড়ক পশ্চাদপদ পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত খাগড়াছড়িতে ২দিনব্যাপী প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত খাগড়াছড়িতে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত রক্তদাতারা মানবিক গুণের অধিকারী’-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না- পার্বত্য প্রতিমন্ত্রী অরাজকতা, নাশকতা স্বাধীন সার্বভৌম দেশে কাম্য হতে পারে না- পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সৌহার্দ্র ও সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছেন- পার্বত্য প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে আওয়ামীলীগ নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা ও শহরজুড়ে নৈরাজ্যের বিচার বিভাগীয় তদন্তের দাবী

দৈনিক পার্বত্য কণ্ঠস্বর
  • আপডেট টাইম : বুধবার ১৯ জুলাই, ২০২৩
  • ২৫০ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিবেদক। খাগড়াছড়িতে নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা ও শহরজুড়ে নৈরাজ্যের বিচার বিভাগীয় তদন্তের দাবী জানিয়েছে জেলা আওয়ামীলীগ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিএনপি এমন তান্ডব চালিয়েছে বলে দাবী আওয়ামীলীগের। মঙ্গলবার বিকালে (৬টা) জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবী করেন জেলা আওয়ামীলীগ নেতারা।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি জানান, বিএনপি-জামাত ও চরমোনাই গুন্ডবাহিনীর হামলায় আহত নেতাকর্মীদের মধ্যে ১০/১২জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এসময় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, দুই ঘন্টারও বেশি সময় ধরে বিএনপি‘র নৈরাজ্য এবং পৌরসভার মতো রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনায় পুলিশের নিস্ক্রীয় ভূমিকা থাকলে তারাও পার পাবেনা। তিনি বিএনপি‘র উস্কানীমূলক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দায়ী ব্যক্তিদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে আওয়ামীলীগ ও বিএনপি‘র কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৫০জন আহত হন। যার অধিকাংশই আওয়ামীলীগের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.


এ জাতীয় আরো খবর..