শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

News Headline :
পার্বত্যবাসীর কল্যাণে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে- পার্বত্য প্রতিমন্ত্রী মানিকছড়ি পাহাড়ে মানুষের পানি সংকট  সীমান্ত সড়ক পশ্চাদপদ পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত খাগড়াছড়িতে ২দিনব্যাপী প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত খাগড়াছড়িতে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত রক্তদাতারা মানবিক গুণের অধিকারী’-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না- পার্বত্য প্রতিমন্ত্রী অরাজকতা, নাশকতা স্বাধীন সার্বভৌম দেশে কাম্য হতে পারে না- পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সৌহার্দ্র ও সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছেন- পার্বত্য প্রতিমন্ত্রী

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে রামগড়ে জেলা প্রশাসকের মত বিনিময় সভা

দৈনিক পার্বত্য কণ্ঠস্বর
  • আপডেট টাইম : রবিবার ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিবেদক।
রামগড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, ও নিরপেক্ষ করতে জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধির প্রতি পালন নিশ্চিত করণে রিটার্নিং অফিসারের সাথে রামগড় উপজেলার জনপ্রতিনিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।      রবিবার (২৪শে ডিসেম্বর২৩) বেলা বারোটায় রামগড় উপজেলা সম্মেলন কক্ষে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান।
  জনপ্রতিনিধিদের আগামী ৭ই জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল আলম, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর ও রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারি।
   মতবিনিময় সভায় রামগড় উপজেলার প্রত্যন্ত এলাকার ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের, প্রয়োজনে নির্বাচনের দুইদিন আগে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সেনা টহলের অনুরোধ জানিয়ে মতামত প্রকাশ করেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, ১ নং সদর ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, দুই নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, সিনিয়র সাংবাদিক নিজামউদ্দিন লাভলু ও মোঃ নিজামুদ্দিন, কাউন্সিলর মোঃ আহসানউল্লাহ, কাউন্সিলর আব্দুল হক, ইউপি মেম্বার আব্দুল আলিম দুলাল।
  জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শহীদুজ্জামান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। তিনি বলেন যে কোন মূল্যে ভোটারদের নির্বিগ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে। খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার মুক্তা ধর কোন প্রকার গুজবে কান না দিয়ে অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ, ভোট নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন, ভোটার, প্রার্থী সকলকে আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাশ, বিভিন্ন ওয়ার্ডের হেডম্যান, কারবারি, ইউপি মেম্বার ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.


এ জাতীয় আরো খবর..